1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আরএমপির বিশেষ টিম সিআরটি’র দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

আরএমপির বিশেষ টিম সিআরটি’র দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম সিআরটি’র দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আরএমপি পুলিশ লাইন্সে ২য় পর্যায়ের প্রশিক্ষণ শেষে টিমের সদসদের মধ্যে সনদপত্র করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএ সিআরটির সদস্যদের মাঝে সনদপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ডিসি (বোয়ালিয়া) মোঃ আমির জাফর, ডিসি (পিওএম) মুহাম্মদ সাইফুলসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। রাজশাহী অঞ্চলের জঙ্গীবাদ দমন, সন্ত্রাস দমন, মাদক চোরাচালান প্রতিরোধসহ বড় ধরণের সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশেষ টিম সোয়াট এর আদলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) গঠন করা হয়েছে। এই টিমের সদস্য সংখ্যা ২৩ জন। ১জন এডিসি’র নেতৃত্বে ২জন সিনিয়র এসি, ২জন ইন্সপেক্টর, ৫ জন এসআই, ১ জন এএসআই, ২ জন নায়েক ও ১০ জন কনস্টবল নিয়ে এই

টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যে এই টিম প্রথম পর্যায়ে গত জুলাই মাসের ৮তারিখ থেকে আগস্ট মাসের ৯ তারিখ পর্যন্ত জর্ডান ইন্টারন্যাশনাল পুলিশ ট্রেনিং সেন্টার, জর্ডানে মার্কিন যুক্তরাষ্ট্রের এটিএ (অঞঅ) এর তত্বাবধানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। যে কোন সংকটময় পরিস্থিতিতে সাহসিকতা নিয়ে অভিযান পরিচালনা করা, জঙ্গীবাদ দমন করা, বন্দী জিম্মিদের উদ্ধার করা, সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান পরিচালনা করা ইত্যাদি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত ৭ অক্টোবর থেকে রাজশাহীতে সিআরটি এর ২য় পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে ২৫ তারিখে শেষ হয়। ইউএস এ্যম্বাসির প্রোগ্রামের প্রধান প্রশিক্ষক বেন

কিরিংস্কি ও সহকারী প্রশিক্ষক ড্রিউ কোশেনি এই টিমের প্রশিক্ষণ প্রদান করছেন। প্রশিক্ষণের ২য় পর্যায়ে জর্ডানে যে বিষয়গুলোর উপর প্রশিক্ষণ দেয়া হয়েছিল সেগুলো নতুন করে ঝালাই করা হয়েছে এবং আরো নতুন বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। পরবর্তীতে সিডিউল অনুযায়ী বিভিন্ন পর্যায়ে এই টিমের আরো প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। উল্লেখ্য জঙ্গীবাদ দমন ও বড়ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিভাগীয় পর্যায়ে ডিএমপি, সিএমপি ও এসএমপি’তে সিআরটি গঠন করা হয়েছে।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST