1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আরএমপির নতুন ৮ থানার ওসি পদায়ন, কার্যক্রম শুরু হচ্ছে কাল - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ জানয়ারী ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

আরএমপির নতুন ৮ থানার ওসি পদায়ন, কার্যক্রম শুরু হচ্ছে কাল

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্ুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন ৮টি থানায় ওসি পদায়ন দেওয়া হয়েছে। আরএমপি’র কমিশনার মোঃ মাহাবুবর রহমান পিপিএম নতুন ৮টি থানায় অফিসার ইনচার্জ পদায়ন করেছেন। এর কার্যক্রম শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। পুলিশ পরিদর্শক মেহেদী হাসান রন্টুকে কাটাখালী থানায়, পুলিশ পরিদর্শক মোঃ শাহাদাত হোসেন খানকে মতিহার থানায়, পুলিশ পরিদর্শক মোঃ হুমায়ুন কবির কে চন্দ্রিমা থানায়, পুলিশ পরিদর্শক এসএম মাসুদ পারভেজকে পবা থানায়, পুলিশ পরিদর্শক মোঃ রবিউল ইসলামকে কাশিয়াডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া একই আদেশে পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল লতিফ শাহ্কে ইন্সপেক্টর(তদন্ত) হিসেবে দামকুড়া থানায়, পুলিশ পরিদর্শক মোঃ কবিরুল ইসলামকে

ইন্সপেক্টর(তদন্ত) হিসেবে বেলপুকুর থানায়, পুলিশ পরিদর্শক মোঃ ইমাম জাফরকে ইন্সপেক্টর(তদন্ত) হিসেবে কর্ণহার থানায়, পুলিশ পরিদর্শক মোঃ রাজিবুল ইসলামকে ইন্সপেক্টর(তদন্ত) হিসেবে এয়ারপোর্ট থানায় পদায়ন করা হয়েছে। অফিসার ইনচার্জ পদায়ন না হওয়া পর্যন্ত তারা থানার অফিসার ইনচার্জ এর দায়িত্ব পালন করবেন। এ সকল থানায় অফিসার ইনচার্জ এবং ডিউটি অফিসার এর পদের বিপরীতে মোবাইল সীম বরাদ্দ দেয়া হয়েছে।

মোবাইলে যোগাযোগের জন্য চন্দ্রিমা থানাঃ অফিসার ইনচার্জ-০১৭৬৯৬৯২৯১৬, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯১৯, কাশিয়াডাঙ্গা থানাঃ অফিসার ইনচার্জ-০১৭৬৯৬৯২৯২০, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯২৩, পবা থানাঃ অফিসার ইনচার্জ-০১৭৬৯৬৯২৯২৪, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯২৭, দামকুড়া থানাঃ অফিসার ইনচার্জ-০১৭৬৯৬৯২৯২৮, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৩১, কর্ণহার থানাঃ অফিসার

 

ইনচার্জ-০১৭৬৯৬৯২৯৩২, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৩৫, কাটাখালী থানাঃ অফিসার ইনচার্জ-০১৭৬৯৬৯২৯৩৬, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৩৯, বেলপুকুর থানাঃ অফিসার ইনচার্জ-০১৭৬৯৬৯২৯৪০, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৪৩, এয়ারপোর্ট থানাঃ অফিসার ইনচার্জ-০১৭৬৯৬৯২৯৪৪, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৪৭। নতুন থানাগুলো চালু হওয়ার ফলে সাধরণ জনগনকে আরো বেশী আইনী সেবা প্রদান করা সম্ভব হবে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে। এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST