রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে পদায়ন করা হয়েছে।
রবিবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে আরএমপির কমিশনার আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জ ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।
আরএমপি পুলিশের নতুন কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। তিনি ২০ তম বিসিএস ব্যাচের মাধ্যমে বাংলাদেশ পুলিশে ভর্তি হন। তিনি সুনামগঞ্জের কৃতি সন্তান। এর আগে তিনি মুন্সিগঞ্জ ও নাটোর জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
বিএ/