নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দুই উপ-কমিশনার ও এক এডিসিকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার আরএমপির সদর দপ্তরে এ সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট তুলে দেন আরএমপি কমিশনার হুমায়ন কবির।
বদলিজনিত বিদায় সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, আরএমপির কাশিয়াডাঙ্গা জোনের উপ-কমিশনার (ভারপ্রাপ্ত) হাতেম আলী, মতিহার জোনের উপ-কমিশনার (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম ও বোয়ালিয়া জোনের এডিসি আব্দুর রশীদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড
অপারেশন) সালমা বেগম, পিপিএম-সেবা এবং উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম সহ অন্যান্য উর্ধ্বতন অফিসারবৃন্দ। উল্লেখ্য, উপ-কমিশনার হাতেম আলীকে পুলিশ সুপার হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বরিশাল মেট্রোপলিটন পুলিশে ও উপ-কমিশনার তারিকুল ইসলামকে রাজশাহী কমান্ড্যান্ট হিসেবে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীতে এবং এডিসি আব্দুর রশিদকে অতিরিক্ত পুলিশ সুপার বগুড়ায় সম্প্রতি বদলি করা হয়।
এমকে