1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আরএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

আরএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
“সব সময় মনে রাখুন, “সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি” স্লোগানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ লিপলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণাকালে উপস্থিত ছিলেন, আরএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমা, নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম, টিআই-১ মোফাক্কারুল ইসলাম, টিআই মাসুদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় সাহেব বাজার জিরো পয়েন্টে ইমা গাড়ী চালক, মোটরসাইকেল চালক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে সচেতনতামূলক যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, অন্যমনস্ক হয়ে বা মোবাইলে কথা বলতে বলতে রাস্তায় না হাটা বা অতিক্রম না করা, বয়স্ক ও প্রতিবন্দীদের রাস্তা পার হতে সাহায্য করা,রাস্তার বাঁ পাশে সাইকেল, ভ্যান, রিক্স চালানো ও যন্ত্রচালিত যানকে আগে যেতে দেওয়া, অপ্রাপ্ত বয়স্ক চালককে গাড়ী চালাতে না দেওয়া, রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় যানবাহন বের না করা, মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করা,

উল্টো পথে/তিন জন মোটরসাইকেলে আরোহন আইনত অপরাধ, যানবাহনের উপরের অংশ কালো রাখা, সন্ধ্যা হওয়ার সাথে সাথে হেডলাইট জ্বালিয়ে দেওয়া, ডান বামে দিক পরিবর্তনের সংকেত, হাইড্রোলিক হর্ণ বর্জন করা, কোন প্রকার মাদক বা নেশাদ্রব্য গ্রহন করে যানবাহন না চালানো, যত্রতত্র গাড়ী পাকিং না করা, রাস্তায় ও ফুটপাতে নির্মাণ সামগ্রী না রাখা, মনোযোগ সহকারে গাড়ী চালানো ও দুর্ঘটনা ঘটলে দ্রুত আহতকে সেবা দিয়ে ও পুলিশকে জানানো। পরে নগরীর মনিচত্বর, গোরহাঙ্গা ও লক্ষীপুরে লিফলেট বিতরন করা হয়।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST