নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১৬ জন, রাজপাড়া থানা-০৭ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৬ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০২ জন, পবা থানা-০৫ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৬ জন ও ডিবি পুলিশ-০১ জনকে গ্রেফতার করে।
যার মধ্যে ২০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া থানা পুলিশ (১) মোঃ আওয়াল হোসেন (৩২)কে ০৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে, (২) মোঃ তাপস (৫০)কে ১৮.৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে, (৩) মোঃ শামীম (৩৫)কে ০৫ গ্রাম হেরোইন ও ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে, (৪) মোঃ পিয়াস (১৯) ও মোঃ আইনুল (২৬)দ্বয়কে ১৮ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।
রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ বাবু কালু (৪৫) ও (২) মোঃ মনিরুল ইসলাম (৩২)দ্বয়কে ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।
মতিহার থানা পুলিশ (১) মোঃ দুলু (২৪)কে ০৩.৫০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।
কাটাখালী থানা পুলিশ (১) মোঃ বুলবুল রহমান (২৬)কে ১২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ অজিদ (৪০)কে ৫.২ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
খবর২৪ঘন্টা/নই