নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পুলিশে বদলিজনিত কারণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে বিদায় নিলেন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান এবং সাংবাদিকবান্ধব পুলিশ অফিসার নগর পুলিশের প্রথম মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম। বদলিজনিত কারণে বৃহস্পতিবার নগর পুলিশের সভাকক্ষে তাকে সম্মাননা স্মারক তুলে দেন আরএমপির বিদায়ী কমিশনার একেএম হাফিজ আক্তার বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি সদর তানভীর হায়দার
চৌধুরী, ডিসি বোয়ালিয়া আমির জাফর, ডিসি পিওএম সাইফুল ইসলামসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ। এডিসি ইফতে খায়ের গত ৫ বছর ধরে আরএমপিতে কর্মরত রয়েছেন। আরএমপিতে থাকাকালে তিনি, মতিহার, বোয়ালিয়া, রাজপাড়া, ডিবি, হেডকোয়ার্টার, সিটিএসবি এবং ট্রাফিকের এসি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্নভাবে সহায়তা করেন। সম্প্রতি সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর তাকে রাজশাহী জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে
বদলি করে পদায়ন করা হয়। বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি তুলে ধরেন তা হুবহু তুলে ধরা হলো, আজ বিদায় জানাচ্ছি আরএমপিকে। নিয়ে যাচ্ছি দীর্ঘ ৫ বছরের অসংখ্য স্মৃতি ও সুন্দর অনুভূতি। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আরএমপির মাননীয় পুলিশ কমিশনার স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি আরএমপির সিনিয়র অফিসারবৃন্দসহ সকল সদস্য ও রাজশাহী নগরবাসীকে।
ধন্যবাদ জানাচ্ছি রাজশাহীর সম্মানিত সাংবাদিকবৃন্দকে যাদের সহযোগিতায় ‘মিডিয়া ম্যানেজমেন্ট ‘ এর কাজটি মনে হয় সুন্দরভাবে করতে পেরেছি। আন্তরিকতা, পেশাদারিত্ব, দক্ষতা ও সকলের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমার পরিবারের জন্য ও নতুন কর্মস্থল রাজশাহী জেলা পুলিশে যাতে সম্মানের সাথে দায়িত্ব পালন করতে পারি সে দোয়া কামনা করছি।
খবর ২৪ ঘণ্টা/আর