1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আমাকে কোনো কিছুই আটকাতে পারবে না: ইশরাক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

আমাকে কোনো কিছুই আটকাতে পারবে না: ইশরাক

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

খবর২৪ঘণ্টা  ডেস্ক: “আমাকে কোনো কিছু আটকাতে পারবে না। আমি মুক্তিযোদ্ধার সন্তান। বাড়ি থেকে আল্লাহর নাম নিয়ে বের হয়েছি।”

ভোটদান শেষে এই কথা বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার সকাল ৯টার দিকে আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন ইশরাক। জানান, বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়েছেন তিনি।

বলেন, “আমি জীবনের প্রথম ভোট দিলাম। আলহামদুলিল্লাহ। ধানের শীষে ভোট দিয়েছি।”

অভিযোগ করেন, রাতে বিভিন্ন কেন্দ্রে সিসি ক্যামেরার কানেকশন কেটে দেওয়া হয়েছে। এর প্রমাণ তার হাতে রয়েছে। একটি কেন্দ্রে রাতে অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। একে ‘জনগণের বিজয়’ বলে উল্লেখ করেন।

জানান, কোনো কোনো কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ম্যাজিস্ট্রেটদের বিষয়টি অবহিত করা হয়েছে। সারা দিন তিনি কেন্দ্রে কেন্দ্রে যাবেন।

ইশরাক জানান, ইভিএমে প্রথমবারে ভোট দিতে পেরেছেন। তার মানে এই নয় প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ নয়। পুরো বিষয়টি পরে বোঝা যাবে। তিনি বলেন, “বিষয়টি আমাকে তিনবার বুঝে আসতে হয়েছে। প্রান্তিক মানুষ কীভাবে বুঝবে?”

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team