খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে রিসিতা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে হোটেল হলিডে ইনের একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুবুর রহমান জানান, ভোরে হোটেল হলিডে ইনের একটি রুম থেকে রিসিতা নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, হোটেল এন্ট্রি থেকে নিহতের নাম রিসিতা বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
খবর২৪ঘন্টা/নই