স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসছাড়া ফুটবল বিশ্বে সম্ভবত এখনও সবচেয়ে বেশি আলোচিত বিষয় পিএসজি ছেড়ে ব্রাজিলিয়ান তারকা নেইমারের বার্সায় ফিরে আসা। গত একটি মৌসুমজুড়ে আলোচনার বিষয় ছিলো নেইমারের বার্সায় ফিরে আসা। এখনও সেই আলোচনা অব্যাহত। বার্সার চরম আর্থিক সংকটের মধ্যেও আলোচনা জিইয়ে রেখেছেন নেইমার।
সেই আলোচনায় এবার যোগ দিলেন বার্সেলোনারই সাবেক ডিফেন্ডার, আর্জেন্টাইন দলের ফুটবলার হ্যাভিয়ের মাচেরানো। তিনিও খুব করে চান, নেইমার আবার ফিরে আসুক বার্সেলোনায় এবং একসঙ্গে খেলুক মেসি ও সুয়ারেজের সঙ্গে।
হ্যাভিয়ের মাচেরানোর সৌভাগ্য হয়েছিল মেসি-সুয়ারেজ-নেইমারের (এমএসএন) ত্রিফলার সঙ্গে খেলার। বার্সেলোনাভিত্তিক কাতালান রেডিও স্টেশন আরএসি ওয়ানের সঙ্গে সাক্ষাতকারে মাচেরানো বলেন, ‘যদি নেইমার বার্সেলোনায় ফিরে আসতো এবং যদি আবারও মেসি এবং সুয়ারেজের সঙ্গে জুটি বেধে খেলতো! তাহলে সেটা ক্লাবের জন্য হতো খুবই ভালো একটি ব্যাপার। তারা তিনজনই বিশ্বসেরা ফুটবলার। তারা তিনজন একসঙ্গে খেললে টিভিতে খেলা দেখেও মজা।’
প্রায় এক দশক বার্সেলোনা ক্লাবে কাটিয়েছেন মাচেরানো। এ কারণে বার্সার প্রতি তিনি খুব কৃতজ্ঞ। এই আর্জেন্টাইন বলেন, ‘ক্লাবের ইতিহাসে আমি সেরা সময়গুলোই কাটিয়েছি। আকার ক্যারিয়ারেরও সেরা সময় ছিলো এটা। ২৬ বছর বয়সে আমি বার্সেলোনা ক্লাবে আসি। এটা ছিল শেখার জন্য খুব ভালো একটি বয়স। একই সঙ্গে নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগও ছিল এই সময়ে। ক্লাব আমাকে বিশ্বসেরা কিছু ফুটবলারের সঙ্গে খেলার সুযোগ করে দিয়েছিল। মেসিসহ এ ধরনের বেশ কিছু ফুটবলারের সঙ্গে খেলতে পেরেছি, এটা ছিল আমার জন্য সৌভাগ্য।’
খবর২৪ঘন্টা/নই