1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আবার আসছে ছায়া শিকারী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

আবার আসছে ছায়া শিকারী

  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

প্রায় দুই দশক আগে নির্মিত হয়েছিল সেলিম আল দীন রচিত নাটক ‘ছায়া শিকারী’। বাংলাদেশ টেলিভিশনের আট পর্বের এই নাটক আবার পুনর্নির্মাণ করা হচ্ছে। তবে আট পর্বে নয়, পুরো নাটকটির দৈর্ঘ্য হবে ৯০ মিনিট। অভিনয় করবেন এই সময়ের নিয়মিত অভিনয়শিল্পীরা। থাকছেন না ওই সময়ের অভিনয় করা কেউই।

নাটকটি প্রযোজনা করছেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক (প্রোগ্রাম ম্যানেজার) মাহবুবা ফেরদৌস। গতকাল তিনি নাটকটি প্রযোজনার বিষয়ে বলেন, ‘আমরা আগামীকাল (আজ) থেকে শুটিং শুরু করছি। চলবে ৭ তারিখ পর্যন্ত। এরপর প্রচারিত হবে মার্চের চতুর্থ শুক্রবারে “এ মাসের নাটক” শিরোনামে।’

নাটকটির কোনো চিত্রনাট্য বিটিভিতে সংরক্ষিত ছিল না বলে জানালেন প্রযোজক। ভিডিও থেকে পুরো নাটকের সংলাপ লিখে সেটাকে সম্পাদনা করে ৯০ মিনিটের জন্য চিত্রনাট্য করেছেন ফজলুল করিম। সেই চিত্রনাট্যে হচ্ছে নাটকটির শুটিং। পুরোনো ছায়া শিকারীর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন গোলাম মোস্তফা, শহীদুজ্জামান সেলিম, আফসামা মিমি, শম্পা রেজাসহ অনেকেই। তবে এবারের নাটকটিতে অভিনয় করবেন আবুল হায়াত, মামুনুর রশীদ, জে এস হিমি, সুষমা সরকার, রাজু আহসানসহ অনেকেই।

নাটকটি নিয়ে অভিনেতা মামুনুর রশীদ বলেন, ‘এখনো আমি চিত্রনাট্য হাতে পাইনি। তবে এটা এই সময়ের উপযোগী করে বানানো দরকার। শুনেছি, এই সময়ের মতো করেই নতুন করে চিত্রনাট্য লেখা হয়েছে। অভিনয় শুরু করলে বুঝতে পারব।’ সুত্র: প্রথম আলো

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team