আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করছেন কর্মকর্তারা।
মঙ্গলবার গ্যাস বিস্ফোরণের পর ওই খনিটিতে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এনডিটিভি।
দেশটির কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পরপরই দুই জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। আর বাকি পাঁচ শ্রমিকের মরদেহ রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।
এ বিষয়ে প্রাদেশিক সরকারের মুখপাত্র সাদিক আজিজি জানান, খনির ভেতরে আরো ১১ জন আটকা পড়ে আছেন। আমার মনে হয় না, আমরা কাউকে জীবিত পাবো।
উল্লেখ্য, গত বছরেও আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশে খনিতে গ্যাস বিস্ফোরণে ছয় জন শ্রমিক নিহত হয়েছিলেন। আফগানিস্তানে সম্প্রতি বেশ কয়েকটি খনি দুর্ঘটনা ঘটেছে। দেশটিতে কোন রকম প্রশিক্ষণ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঝুঁকি নিয়ে শ্রমিকরা খনিতে কাজ করেন।খবর২৪ঘন্টা /এবি