খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: আফগানিস্তানের কাবুলে সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের এক নেতার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন, বাকিরা বেসামরিক নাগরিক।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, কাবুলের মোসাল্লা–ই–মাজার এলাকার একটি চেকপয়েন্টে এ হামলা হয়েছে।
হামলায় হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলছেন এ সংখ্যা আরও বেশি। ওই এলাকার একজন নিরাপত্তাকর্মী বলছেন, হামলায় ১৩ জন নিহত হয়েছেন।
১৯৯৫ সালে তালিবানদের হাতে নিহত হাজারা নেতা আব্দুল আলি মাজারির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য নিয়ে হামলাকারী এসেছিলেন বলে মনে করা হচ্ছে। কিন্তু মূল অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগে তাকে থামিয়ে দেয়া হয়।
ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। গত দু’বছর ধরে শিয়া মসজিদ ও হাজারাদের ওপর এ ধরনের হামলা চালিয়ে আসছে জঙ্গি গোষ্ঠীটি।
মাত্র সপ্তাই দুই আগেই তালেবানদের শান্তি আলোচনায় বসার ডাক দেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তারমধ্যেই শুক্রবার এ হামলা চালানো হলো।
খবর২৪ঘণ্টা.কম/রখ