খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। কাবুলে মন্ত্রণালয়ের এক বিল্ডিংয়ের প্রবেশে পথে এ হামলা চালানো হয় বলে সরকারের মুখপাত্রের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব ড্যানিশ সোমবার জানান, রাজধানী কাবুলের পশ্চিমে অবস্থিত গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় বিল্ডিংয়ের প্রবেশ পথে ওই আত্মঘাতি বোমা হামলা চালানো হয়।
ওই মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, আক্রান্তদের তালিকায় নারী ও শিশুসহ মন্ত্রণালয়ের কর্মচারীরাও রয়েছেন।
তবে এ ঘটনায় কোনো গোষ্ঠী দায় স্বীকার করেননি।
গত বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানদের সাথে শর্তহীন যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্টের ঘোষণার পর তালেবানরাও ঘোষণা দিয়েছে, তারা ঈদের তিন দিন যুদ্ধবিরতিতে থাকবে।
তারা এ-ও বলেছে, তারা কোনো বিদেশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের আক্রমণ করবে না। তবে তাদের ওপর আক্রমণ হলে প্রতিশোধ নেবে তারা। তবে ঠিক কবে থেকে যুদ্ধবিরতি শুরু হবে তা নির্দিষ্ট করে জানায়নি তালেবানরা।
দেশটিকে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার ঈদ হতে পারে। আফগান সরকারের যুদ্ধবিরতি ২০ জুন পর্যন্ত চলবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ