নিজস্ব প্রতিবেদক: জলবায়ু ও মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহন করতে প্রতিদিনের সংবাদ ও সংবাদ সংস্থা এফএনএস-এর বিশেষ প্রতিনিধি এস.এইচ.এম. তরিকুল মালয়েশিয়া এবং ভিয়েতনাম সফরে যাত্রা করেছেন। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টায় মালয়েশিয়ান এয়ারলাইন্স যোগে প্রথমে তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে ১২ আগস্ট পর্যন্ত সেমিনারে অংশগ্রহন করবেন।
এরপর ১২ থেকে ১৫ আগস্ট তিনি ভিয়েতনাম-এ অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহন করবেন। এরপর প্রতিনিধি দলের সাথেই তাঁর নিজ দেশে ফিরবেন। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন’র ১৯ সদস্যের প্রতিনিধি দলে তিনি সাংবাদিক হিসাবে অংশগ্রহন করছেন। সফল ও সুস্থভাবে দেশে ফেরার লক্ষ্যে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেছেন।
এর আগে দু’দেশে অনুষ্ঠিতব্য সেমিনারে যোগ দেওয়ার জন্য সাংবাদিক তরিকুলকে মনোনিত করে গত ২৭ জুলাই বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন’র সদস্য সচিব এম. গফুর উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত (স্মারক নং- বিএমএফ/জমসে/২০১৮/১৬) আমন্ত্রনপত্র পাঠানো হয়।খবর২৪ঘণ্টা.কম/জেএন