1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মারচ, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস এর টিকিট পেতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। আর জন্মনিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে ১৮ বছরের নিচের যাত্রীদের জন্য। সোমবার সকাল থেকে পদ্মার টিকিট কাটতে নতুন এ নিয়ম কার্যকর করা হয়। তবে পর্যায়ক্রমে অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলোকেও এর আওতায় আনা হবে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানানো হয়।এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, ই-টিকিটিং ওয়েবসাইট, রেলওয়ে মোবাইল অ্যাপস ও রেলওয়ে স্টেশন কাউন্টারে এনআইডি/জন্মনিবন্ধনসহ নাম রেজিস্ট্রেশন

করা যাবে। নতুন নিয়ম অনুযায়ী একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে চারটি টিকিট কেনা যাবে। তবে কোনো কোনো ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও ব্যবহার করা যাবে। ট্রেনে যাতায়তকারী সাধারণ যাত্রীদের জন্য এমন একটি বিজ্ঞপ্তি এরইমধ্যে রাজশাহী রেলওয়ে স্টেশনে টাঙ্গানো হয়েছে।
এছাড়া রেলওয়েরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ মার্চ থেকে রাজশাহী-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেসসহ (৭৫৯/৭৬০), সুবর্ণ এক্সপ্রেস (৭০১/৭০২), মহানগর প্রভাতী/গোধূলি (৭০৩/৭০৪), পারাবত (৭০৯/৭১০), তূর্ণা (৭৪১/৭৪২), দ্রুতযান (৭৫৭/৭৫৮), চিত্রা (৭৬৩/৭৬৪) টিকিটের জন্য জাতীয় পরিচয়পত্র লাগবে। এখন থেকে টিকিট কাটতে হলে দিতে হবে নাম, মোবাইল নম্বর ও জাতীয়

পরিচয়পত্র বা জন্মসনদ নম্বর। আর অগ্রিমের ক্ষেত্রে গতকাল থেকেই এটা কার্যকর হয়। ই-টিকিটের ক্ষেত্রে নিজস্ব আইডি থেকে সংগৃহীত টিকিটের প্রিন্ট কপি ও ফটো আইডি প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়। অপরের আইডি থেকে কেনা টিকিটের ক্ষেত্রে ট্রেন ছাড়ার আগে অবশ্যই স্টেশন থেকে মূল টিকিট সংগ্রহ করতে হবে। কোনো অবস্থাতেই মোবাইল ফোনের এসএমএস দেখিয়ে ট্রেনে ভ্রমণ করা যাবে না। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের আনতে হবে জন্মসনদ। তাই গতকাল থেকে সংশ্লিষ্ট সবাইকে ট্রেনের টিকিট কেনার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/মূলকপি/জন্মসনদ সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে ঐ বিজ্ঞপ্তিতে।

এদিকে, কোনো প্রচার-প্রচারণা ছাড়াই আজ থেকে এমন নিয়ম চালু ও বিজ্ঞপ্তি জারি করায় রাজশাহীতে বিড়ম্বনায় পড়েছেন রেলওয়ে যাত্রীরা। দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে কতবার টিকিট নেওয়া যাবে, স্ট্যান্ডিং টিকিটের কী হবে এমন সব প্রশ্নের জন্ম হয়েছে যাত্রীদের মনে। তবে টিকিট নিয়ে অরাজকতা ও কালোবাজারি ঠেকাতে রেলওয়ের এমন উদ্যোগকে আবার অনেক যাত্রীই স্বাগত জানিয়েছেন। যেকোনো কিছুই শুরুর দিকে কোনো না কোনো সমস্যা হয়। কিন্তু ধীরে ধীরে

আবার তার সমাধানও আসার কথা বলছেন তারা। পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট আমজাদ হোসেন বলেন, বর্তমানে কেবলমাত্র আন্তঃনগর ট্রেন পদ্মার টিকিটের জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ লাগবে। তবে ধীরে ধীরে সব আন্তঃনগর ট্রেনের টিকিট একই নিয়মে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এটি পরীক্ষামূলক হলেও দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন সমস্যা কাটিয়ে সবগুলো আন্তঃনগরের একই নিয়ম চালু করা হবে বলে জানান এই কর্মকর্তা।

খবর ২৪ ঘণ্টা/আরএস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST