বাঘা প্রতিনিধি: বাঘায় পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিতে যাওয়ার সময় সুমন নামের ১৫ বছরের এক যুবক ইট বোঝাই ট্রলির ধাক্কায় চাকার নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। সে বাঘা পৌর সভার দক্ষিন মিলিক বাঘা গ্রামের শফিকুল ইসলাম সবুজের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা হাসপাতালে ভর্তি করে। শনিবার উপজেলার বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আলাল উদ্দীন জানান, ঘটনার আগে শোভাযাত্রাটি চলে যায়।
ওই যুবক শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য দ্রুত বাই সাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় সামনে থেকে আসা ইট বোঝাই ট্রলির ধাক্কায় চাকার নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ঘটনার পর ট্রলি চালক জিল্লুর চলে যায়। বাঘা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান জানান, এক্সরে রিপোর্টে তার ডান হাতের হাঁড় ভেঙ্গে যাওয়ায়,উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ