খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর আজিমপুরে মেয়র হানিফ মসজিদ থেকে খাদেমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে লালবাগ থানা পুলিশ।
নিহত খাদেম মো. হানিফসহ (৪৫) আরও চারজন ওই মসজিদ কম্পাউন্ডেই থাকতেন।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে নৃশংসভাবে হত্যা করে বস্তায় ভরে মসজিদটির দ্বিতীয় তলার একটি কক্ষে ফেলে রাখা হয়। বস্তাটি থেকে দুর্গন্ধ ছড়ালে মসজিদ কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন