1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আজ মুশফিকুর রহিমের জন্মদিন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

আজ মুশফিকুর রহিমের জন্মদিন

  • প্রকাশের সময় : বুধবার, ৯ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্কআজ বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান ও সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের জন্মদিন। ১৯৮৮ সালের ৯ মে রাজশাহী বিভাগের বগুড়া শহরে জন্মগ্রহণ করেন তিনি। আজ তিনি ৩০ বছর পূর্ণ করলেন। তার এই শুভ জন্মদিনে আরটিভি অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটে নিজেকে প্রমাণ করে দলের অন্যতম সেরা ব্যাটিং স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। ২০০৫ সালে অভিষেক হলেও ২০০৬ সালের শেষের দিকেই জাতীয় দলে নিয়মিত হন। ২০০৫ সালে ২৬ মে মুশফিক যখন মাত্র ১৬ বছরে পা দেন তখনই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে টেস্ট অভিষেক হয়। ঠিক তার পরের বছর ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। এর পরেই বাংলাদেশ ক্রিকেটের প্রাণ হয়ে উঠেন তিনি।

২০০৯ সালের আগস্ট থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত মুশফিকুর রহিম দলের সহ অধিনায়ক ছিলেন। এরপর বাংলাদেশের হয়ে অধিনায়কের ভূমিকাও পালন করেন। ৫ ফিট ৩ ইঞ্চি উচ্চতার মুশফিক উইকেট কিপিং এবং মিডলঅর্ডারে বাংলাদেশের মূল ভরসা।জাতীয় দলের হয়ে ১৮৪টি ওয়ানডে খেলে ইতোমধ্যে ৪ হাজার ৭শ ১৮ রান করেছেন তিনি। যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও ২৮টি অর্ধশতক রয়েছে ডানহাতি উইকেটকিপার এই ব্যাটসম্যানের।এছাড়া বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬০ টেস্ট খেলে তিন হাজার ৬শ ৩৬ রান করেন। যার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি, ১৯টি হাফ সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি। আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৬৮ ম্যাচ খেলে ১ হাজার ১২ রান করেন এই ক্রিকেট তারকা। যার মধ্যে রয়েছে চারটি অর্ধশত।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST