খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ইতোমধ্যে এই আসরকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে সবাই। প্রথম দফার প্রস্তুতি শেষে আজ দ্বিতীয় দফার প্রস্তুতিতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
আজ ব্রাজিলের মাঠে খেলবে জার্মানি ও স্পেনের অতিথি আর্জেন্টিনা।
ব্রাজিল-জার্মানি ম্যাচের কথা উঠলেই চোখের সামনে ভেসে আসে সর্বশেষ বিশ্বকাপের সেমিফাইনাল। সেদিন ফুটবলবিশ্ব দেখেছিল ঘরের মাঠে ব্রাজিলের ট্রাজেডি। বেলো হরিজন্তে সেদিন মুলার-ক্লোসাদের কাছে ৭-১ গোলে চূর্ণ হয়ে অশ্রুসিক্ত বিদায় নেয় স্বাগতিকরা। সেই ম্যাচের পর এবারই প্রথম দেখা হচ্ছে দুদলের।
তবে সেই ব্রাজিল আর এই ব্রাজিলে আছে ঢের পার্থক্য। বিশ্বকাপ সবার আগে নিশ্চিত করেছে ব্রাজিল। প্রস্তুতি ম্যাচে রাশিয়াকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। আজ জার্মানির বিপক্ষে নেইমার না থাকলেও তার অভাব বুঝতে দিবে না ব্রাজিল। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় জার্মান প্রাচীর টপকাতে নামবে ব্রাজিল। সেখান থেকে গত বিশ্বকাপের দুই সেমিফাইনালিস্টদের লড়াই সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।
আজ ব্রাজিলের পাশাপাশি খেলা আছে আরেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনারও। ব্রাজিলের মত বাছাইপর্বটা অত মসৃণ ছিল না মেসিদের। চড়াই উৎরাই পেরিয়ে ইকুয়েডরের বিপক্ষে মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকে বিশ্বকাপ নিশ্চিত করে দুইবারের চ্যাম্পিয়নরা।
গত ম্যাচে ইতালির বিপক্ষে মূল একাদশে খেলেনি আর্জেন্টিনা। কোচ সাম্পাওলি পরখ করে দেখেছেন সাইড বেঞ্চ। এতেই ইতালির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর আজ সাবেক চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলবে সাম্পাওলির দল।
আজকের ম্যাচ ঘিরে আছে আরেকটি সুসংবাদ। চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন অধিনায়ক মেসি। স্পেনের বিপক্ষে মহারণে মাঠে নামতে পারেন ম্যাজিশিয়ান মেসি।
আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে। ম্যাচটি দেখা যাবে স্কাই স্পোর্টস (ফুটবল) চ্যানেলে। ইএসপিএন ডি স্পোর্টস ও ওয়াচ ইএসপিএন-এও দেখা যাবে।
শুধু ব্রাজিল, আর্জেন্টিনা নয়, আজ রাতে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, কলম্বিয়া, বেলজিয়াম, চিলিসহ মাঝারি শক্তির দলগুলো।
খবর২৪ঘণ্টা.কম/রখ