নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার থেকে রাজশাহী মহানগরীর হোটেল রেস্টুরেন্ট গুলো ইফতার সামগ্রী বিক্রি করতে পারবে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। প্রতিদিন বিকেল পাঁচটা পর্যন্ত হোটেল-রেস্টুরেন্টে ইফতার সামগ্রী বিক্রি করতে পারলেও ফুটপাত বা দোকানের পাশে কেউ ইফতার সামগ্রী বিক্রি করতে পারবেনা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বিক্রি করা যাবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম কুদ্দুস রুহুল কুদ্দুস।
তিনি বলেন, আজ মঙ্গলবার থেকে হোটেল গুলো ইফতার সামগ্রী বিক্রি করতে পারবে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে ফুটপাত পাড়া-মহল্লার কোন দোকানে দোকানের পাশে ইফতার সামগ্রী বিক্রি করা যাবে না। সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ইফতার সামগ্রী বিক্রি করতে হবে। পাড়া-মহল্লা বা ফুটপাতে যদি কেউ ইফতার সামগ্রী বিক্রির চেষ্টা করে তাহলে তাকে উঠিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে সারাদেশের দোকানপাট বন্ধ রয়েছে। এ কারণে এ বছর রমজানে শুরু থেকে হোটেল হোস্টেলগুলো ইফতার বিক্রি করতে পারিনি। তবে পুলিশের অনুমতিক্রমে আজ থেকে তারা বিকেল পাঁচটা পর্যন্ত ইফতার সামগ্রী বিক্রি করতে পারবে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।