খবর২৪ঘণ্টা ডেস্ক: সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্য প্রক্রিয়া।
বিকাল ৪টায় এক ঘণ্টার এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট আইনজীবী, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন।
চিকিৎসা শেষে শনিবার দুপুরে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরেছেন ড. কামাল হোসেন। হাঁটুর চিকিৎসার জন্য প্রথমে তিনি ব্যাংকক যান। সেখান থেকে যান সিঙ্গাপুরে। ড. কামাল হোসেন দেশে ফেরার পর বিকালেই জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং গণফোরাম নেতাদের সঙ্গে তার বেইলি রোডের বাসায় বৈঠক করেন। গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আবম মোস্তফা আমিনসহ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে মানববন্ধন কর্মসূচি সফল করতে শনিবার রাজধানী ঢাকার কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাকর্মীরা।
খবর২৪ঘণ্টা, /জেএন