নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগামীকাল বুধবার একই সময়ে সংবাদ সম্মেলন করবেন।
আজ বেলা ১১টায় রাজধানীর নয়া পল্টনে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন মির্জা ফখরুল। এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার
অপর দিকে একই সময়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দলটির পক্ষে সংবাদ সম্মেলন করবেন ওবায়দুল কাদের। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ।
খবর২৪ঘণ্টা.কম/নজ