নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার আধুনিকায়ন করেছেন। স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব দিয়েছেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম হয়েছে। আগামীতে আমাদের সন্তানেরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নেতৃত্ব দিবে।সোমবার বেলা ১১টায় বিজিবি রাজশাহী সেক্টর সদর দপ্তরে বিজিবি‘র শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মেয়র স্কুলের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। মেয়র লিটন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দোরগোড়ায় শিক্ষা পৌছে দিয়েছেন। শিক্ষা কোন সুযোগ নয়, এটি অধিকার। বছরের শুরুতেই প্রায় ৩৬ কোটি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।
মেয়র আরো বলেন, শিক্ষানগরী রাজশাহীতে আরো শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন। এখানে পুর্নাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। আগামী ১/২ বছরের মধ্যেই গালর্স ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করা হবে। বিজিবি রাজশাহী সেক্টর সদর দপ্তরের উপ-পরিচালক কর্ণেল মুশফিকুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বর্ডার গার্ড ব্যাটেলিয়ান-১ এর অধিনায়ক লে. কর্ণেল তাজুল ইসলাম। অন্যদের মধ্যে রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক তরুণ কুমার, শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেহেনা আকতার, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান সুমনসহ বিজিবির কর্মকতা এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মেয়র লিটনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
খবর ২৪ঘণ্টা/এমকে