নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার দুই দিনের সরকারী সফরে রাজশাহী আসছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। তিনি শনিবার বিকেল সোয়া ৩টায় হেলিকপ্টার যোগে রাজশাহী এসে পৌঁছাবেন। বিকেল সাড়ে ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন এবং সমাবর্তনে ভাষণ দেবেন। পরে তিনি রাজশাহী সার্কিট হাউস মিলনায়তনে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ
দেবেন। রাষ্ট্রপতি পরদিন রোববার দুপুর আড়াইটায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। এদিনই রাষ্ট্রপতি বিকেলে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। পিআইডি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আর/এস