খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধনের জন্য আগামী ২৫ মে ভারত যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকালে পানি, বিদ্যুৎ, অবকাঠামো ও কানেক্টিভিটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পাশাপাশি দুই দেশেই আসন্ন জাতীয় নির্বাচন আলোচনায় আসতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার শান্তিনিকেতনে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ