খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে মিছিলে পেট্রোল বোমা হামলায় রিকশাচালকসহ দুইজন দগ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
আহত পথচারি রফিকুল ইসলাম গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ও রিকশাচালক মতিউর রহমানকে (২৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মতিউর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাঁচকাহনিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহম্মেদ জানান, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সঙ্গে ইউনিয়ন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের বিরোধ চলছিল।
শনিবার বিজয় দিবসের অনুষ্ঠানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের আমন্ত্রণ না জানিয়ে ইউপি চেয়ারম্যান এককভাবে সকল কর্মসূচি পালন করেন। এ নিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা শাহগঞ্জ বাজারে বিক্ষোভ করে চলে যান। পরে সেখানে আবার চেয়ারম্যানের লোকজন জড়ো হয়ে মিছিল বের করে। এ সময় পেট্রোল বোমা হামলায় ওই দুজন আহত হন।
খবর২৪ঘণ্টা.কম/জন