খবর২৪ঘন্টা ডেস্কঃ আওয়ামী লীগ সহযোগিতা করলে অনেক আগেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রকৃত আসামীদের চিহ্নিত করে বিচার করা সম্ভব হতো বলে দাবি করেছে বিএনপি। দলটির সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের অভিযোগ, রাজনৈতিক কারণেই বিএনপি নেতাদের এই মামলায় জড়ানো হয়েছে। আর ন্যায়বিচার পাওয়া গেলে তারেক রহমানসহ দলের নেতারা খালাস পাবেন বলেও আশাবাদী বিএনপি।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১শে আগস্ট সে সময়ের বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়।
রক্তাক্ত ওই ঘটনার পর তদন্ত কমিটি করা হলেও আওয়ামী লীগ তাতে সহযোগিতা করেনি বলে জানান তখনকার আইনমন্ত্রী এবং বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘জজ মিয়া নাটক সাজানো হয়েছিল বলে যেটা কথিত, সেটা সত্য নয়, এগুলো সব গুজব ও মিথ্যা কথা। বরং তখন আওয়ামী লীগের কাছ থেকে তদন্তে কোনও রকমের সহযোগিতা পাওয়া যায়নি। এটা একেবারে সত্য কথা। তারা যদি সহযোগিতা করতো, তাহলে আরও যারা সম্পৃক্ত ছিলো তাদেরকে মামলার আওতায় এনে আরও দ্রুত মামলার কাজ সম্পন্ন করা যেত।’
রাজনৈতিক প্রতিহিংসা থেকেই দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে এই মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। তাই ন্যায় বিচার নিয়েও সংশয় রয়েছে তাদের।
বিএনপি ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই মামলায় তারেক রহমানসহ বিএনপি নেতাদেরকে আসামি করা হয়েছে। একমাত্র মুফতি হান্নানের স্বীকারোক্তি ছাড়া এই মামলায় তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনও সাক্ষ প্রমাণ নেই।’
আরেক ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, ‘মুফতি হান্নানের বক্তব্য অনুসারে তাকে জড়িত করা হয়েছে। তিনি যেহেতু আদালতে সাক্ষী দেন নি, তিনি যেহেতু তার বক্তব্য প্রত্যাহার করেছেন, সুতুরাং আমরা মনে করি এই মামলায় তারেক রহমানকে সাজা দেয়ার কোনও উপাদান নেই।’
তবে রায় যাই হোক না কেন, সহিংস কোন কর্মসূচি দেবে না বিএনপি। এ বিষয়ে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘মামলার ফলাফল যাই হোক না কেনো বিএনপি কখনও সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, বিএনপি যেমন অতীতেও কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি এই মামলায়ও করবে না।’ তারেকের সাজা হলেও এই রায় দলে কোনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন দলটির নেতারা।
খবর২৪ঘন্টা / সিহাব