খবর ২৪ ঘণ্টা ডেস্ক: লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে এবার সরাসরি আঙুল উঠলো আইসিসি’র দিকে। বোর্ডের পক্ষে টিম ম্যানেজার আশান্তা দে মেল এক কথায় ক্ষোভ উগড়ে দিলেন আইসিসির প্রতি। তার দাবি, আইসিসি পক্ষপাতমূলক আচরণ করছে।
ইংল্যান্ডে সুযোগ সুবিধা কম পাচ্ছেন বলে শুক্রবার আইসিসির কাছে লিখিত অভিযোগ করেন তিনি। তবে লঙ্কানদের এই অভিযোগ আমলেই নেয়নি আইসিসি।
লঙ্কান ম্যানেজার বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান দল যে হোটেলগুলোতে থাকছে সেখানে সুইমিং পুল রয়েছে। আমাদের হোটেলে সেই সুবিধা নেই। আইসিসির কাছ থেকে সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত অভিযোগ করেই যাবো আমরা।’
খবর২৪ঘণ্টা, জেএন