1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আইপিএলের ১২ আসরের সেরা বোলার কে? - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

আইপিএলের ১২ আসরের সেরা বোলার কে?

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: এবার আইপিএল অনুষ্ঠিত হলে, সেটা হতো তেরোতম আসর। এর আগে ২০০৮ সাল থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত আইপিএলে মোট ১২টি আসর অনুষ্ঠিত হয়েছে। এই ১২ বছরের আইপিএলের ইতিহাসে সেরা বোলার কে?

পারফরম্যান্স এবং পরিসংখ্যানের বিচারে সেরা ১০ বোলার বাছাই করা হলো। যেখানে ভারতের রয়েছেন মাত্র দুই জন। এরা হলেন ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহ। তবে সবাইকে টপকে আইপিএলের ইতিহাসে সেরা বোলারের তকমা জিতে নিয়েছেন শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা।

ধারাভাষ্যকার, পরিসংখ্যানবীদ, অ্যানালিস্ট থেকে সিনিয়র স্পোর্টস রিপোর্টার- এরা সবাই মিলে আইপিএলের ইতিহাসে সেরা বোলারকে বেছে নিয়েছেন; কিন্তু ডেল স্টেইন, আশিস নেহরা, সুনিল নারিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহদের টপকে সেরা বোলারের উপাধিটা জিতেছেন লঙ্কান ডানহাতি পেসার মালিঙ্গা।

১০ জনের তালিকা থেকে শ্রীলঙ্কার পেসারকেই সেরা বেছে নিয়েছেন কেভিন পিটারসেন, ম্যাথু হেইডেন, গ্রায়েম স্মিথ, সাইমন ডুল, ডিন জোন্স, ইয়ান বিশপের মতো সাবেক তারকারা। বিভিন্ন দেশের এই সাবেক তারকা ক্রিকেটাররা এখন আইপিএলে ধারাভাষ্য দিয়ে থাকেন।

নারিন, ভুবনেশ্বর ও বুমরাহের চেয়ে মালিঙ্গাকে সেরা বাছার কারণ পরিসংখ্যান। আইপিএলের ১২ আসরে মোট ১২২টি ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার এই বোলার। নিয়েছেন ১৭০টি উইকেট। আইপিএলের মতো মেগা টুর্নামেন্টে যেখানে ব্যাটসম্যানদেরই দাপট দেখা যায়, সেখানে মালিঙ্গা বল হাতে বহু ম্যাচ জিতিয়েছেন তার দল মুম্বাই ইন্ডিয়ান্সকে।

মালিঙ্গার সঙ্গে টক্কর দিয়েছেন ক্যারিবিয়ান রহস্যময় স্পিনার সুনিল নারিন। কলকাতা নাইটরাইডার্সের নারিনও তার দলকে বল হাতে অনেক ম্যাচ জিতিয়েছেন। তবে তাকে ছাপিয়ে সেরার সেরা বোলারের খেতাব জিতে নিয়েছেন মালিঙ্গা।

নারিনের আগে মালিঙ্গাকে রাখার কারণ হিসেবে পিটারসেন বলেন, ‘মালিঙ্গাকেই আমি সেরা বলব। ধারাবাহিকভাবে ইয়র্কার দিয়ে গিয়েছে সে। এছাড়া মালিঙ্গার নামের পাশে উইকেটের সংখ্যাও অনেক। তবে হ্যাঁ, মালিঙ্গার কাছাকাছি থাকবে সুনিল নারিন; কিন্তু স্পিন-সহায়ক পিচে সাহায্য পেয়েছে নারিন। তাছাড়া সন্দেহভাজন বোলিং অ্যাকশনের জন্য অতীতে তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এই সব দিক বিচার করে আমার চোখে মালিঙ্গাই সেরা।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST