খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: পরিবর্তন আনা হয়েছে আইপিএলের প্লে-অফ ও ফাইনালের সময়ে। আগের ম্যাচগুলো বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হলেও পরিবর্তিত সূচিতে ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৭টায়।
বিশেষ করে দর্শকদের সুবিধার জন্যই সময়ে পরিবর্তন এনেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। যদিও সময় পরিবর্তন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডেই শুরু হয়েছিল বিভেদ। সময় পাল্টানো নিয়ে আপত্তি জানান বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী। পরিচালকবৃন্দদের প্রধান বিনোদ রায়কে পাঠানো এক ইমেইলে তিনি জানান, আইপিএল গভর্নিং কাউন্সিলের সব সদস্যকে না জানিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। আর এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন অনিরুদ্ধ। তিনি প্রশ্ন তোলেন আইপিএল শুরুর আগে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো না।
আইপিএল প্লে অফ শুরু হবে ২২ মে। মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। ২৩ মে এলিমিনেটর, ফাইনাল হবে ২৭ মে।
খবর২৪ঘণ্টা.কম/নজ