খবর২৪ঘণ্টা.কম: আইনগত ভিত্তি পেলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
শনিবার সকালে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ২০১৮ সালের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইভিএম নিয়ে তিনি বলেন, আইনগত ভিত্তি পেলে আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন