1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আ. লীগের নেতৃত্বে আসছে একঝাঁক তরুণ নেতা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০৪:৪ অপরাহ্ন

আ. লীগের নেতৃত্বে আসছে একঝাঁক তরুণ নেতা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: দলকে আরো শক্তিশালী ও গতিশীল করতে তরুণ নেতৃত্বেই গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। ভবিষ্যতে যারা দলের হাল ধরবে এবারের সম্মেলনের মাধ্যমে সেইসব তরুণ নেতাদের একধাপ এগিয়ে আনা হবে।

সংগঠনের নীতিনির্ধারকরা জানান, এবার কেন্দ্রীয় কমিটিতে বঙ্গবন্ধু পরিবারের কয়েকজন তরুণ সদস্যকে দেখা যেতে পারে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সবসময় অগ্রাধিকার পায় তরুণ নেতৃত্ব। তবে এবার তরুণদের নিয়ে প্রত্যাশাটা একটু বেশি। আগামী ১৫ বছর যারা আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন এমন তরুণদের দেখা যেতে পারে কেন্দ্রীয় কমিটিতে।  সংগঠনের একাধিক নেতা জানান, নতুন কমিটিতে অধিক সংখ্যক তরুণ নেতাকে স্থান দেয়া হতে পারে।

আলোচনায় স্বচ্ছ ভাবমূর্তির বেশ কয়েকজন তরুণ নেতার নাম রয়েছে। তালিকার উপরে আছেন বঙ্গবন্ধুর পরিবারের বেশ কয়েকজন সদস্য। গত কাউন্সিলে বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়, রংপুর জেলার এক নম্বর সদস্য হন।  অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব পরিমণ্ডলে নিজের অবস্থান করে নিয়েছেন। শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি যুক্ত রয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সিআরআই’র সঙ্গে। আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি যুক্ত না হয়েও সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন তারা।  শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় এরই মধ্যে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আসন্ন সম্মেলনে এদেরকে কমিটিতে দেখতে চান সংগঠনের তরুণ নেতারা। নীতি নির্ধারকরা জানান, বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মকে কিভাবে দলে অন্তর্ভুূক্ত করা হবে সে সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভানেত্রী। এর বাইরে স্বচ্ছ ইমেজের বেশ কয়েকজন তরুণ রয়েছেন আওয়ামী লীগের হাইকমাণ্ডের নজরে। যারা এরই মধ্যে তাদের কাজ আর দক্ষতার প্রমাণও দিয়েছেন।  আলোচনায় আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রিপন, সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, নাহিম রাজ্জাক, সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূরসহ কয়েকজন তরুণ নেতার নাম। ছাত্রলীগের সাবেক ত্যাগী নেতাদের নামও আছে এই তালিকায়।  গণপ্রতিনিধিত্ব আদেশের শর্ত অনুযায়ী ২০২০ সালের মধ্যে সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব প্রতিষ্ঠার বিধান রয়েছে। দলের সিনিয়র নেতারা জানান, এই লক্ষ্য অর্জনের পথে এবার অনেকটাই এগিয়ে যাবে আওয়ামী লীগ।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST