নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নিরসলভাবে পরিশ্রম ও বিজয়ী করায় মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুরে মহানগরীর উপশহরস্থ নিজ বাসভবনের পাশে প্যান্ডেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, আপনারা সবাই নিরসলভাবে দিনরাত পরিশ্রম করে আমার পক্ষে কাজ করেছেন। নির্বাচনে আমাকে বিজয়ী করেছেন, এজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছি। রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো
বক্তব্য দেন, রাজশাহী জেলা আ’লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধুরী, মেয়র পত্নী নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ তাজুল ইসলাম ফারুক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। অনুষ্ঠানে মহানগর ও জেলা আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাবেকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে নেতৃবৃন্দ মধ্যহ্নভোজে অংশ নেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে