খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি শিক্ষার্থী। এ সময় গাড়িতে থাকা আরো চার বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে সিডনির উত্তরাঞ্চলীয় কাকাডু ন্যাশনাল পার্কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সাদেকা কামাল নিপা, মাইশা কুদ্দুস ও সাইফুল ইসলাম দিনার। তারা সবাই অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ট্রেলিয়ার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ১২ জন সদস্যকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে উল্টে গেলে হতাহতের ঘটনাটি ঘটে।
খবর২৪ঘণ্টা.কম/রখ