খবর ২৪ঘণ্টা বিনোদন ডেস্ক: অস্কার অ্যাকাডেমিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত। মোট ২০ জন আমন্ত্রিতদের মধ্যে শাহরুখ এবং মাধুরী ছাড়াও আছেন টাবু, অনিল কাপুর, আলি ফজল, আদিত্য চোপরা, নাসিরুদ্দিন শাহ, কস্টিউম ডিজাইনার মণীশ মালহোত্রা, ডলি আলুওয়ালিয়া, ‘দঙ্গল’–এর সম্পাদক বাল্লু সালুজা, সিনেমাটোগ্রাফার অনিল মেহতা। বাংলা থেকে অভিনেত্রী মাধবী মুখার্জি, প্রোডাকশন ডিজাইনার সুব্রত চৌধুরী এবং অমিত রায়ও আমন্ত্রিতদের তালিকায় আছেন।
অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স তাদের নতুন অ্যাকাডেমিতে শিল্পকলা বিভাগের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের আমন্ত্রণ জানিয়েছে।
শিল্পী এবং আধিকারিক মিলিয়ে মোট ৯২৮ জনের রেকর্ড অ্যাকাডেমি বডি তৈরি হয়েছে এবছর। তাতে যেমন আছেন ভিন্ন বর্ণের অভিনেতা, অভিনেত্রীরা। তেমনই আছেন সেই সব বিশিষ্টরা, যাঁরা সারা বিশ্বে চলচ্চিত্রগত ক্ষেত্রে নিজেদের ছাপ রেখেছেন।
এবারের আমন্ত্রিতদের মধ্যে ১৭ জন অস্কার পুরস্কারপ্রাপ্ত, ৯২ জন অস্কার মনোনীত। ২০১৮–র ক্লাসে ৪৯ শতাংশ মহিলা। সব মেয়েরাই যদি আমন্ত্রণ গ্রহণ করে তাহলে শুধু অ্যাকাডেমিতেই মেয়েদের উপস্থিতি হবে ৩১ শতাংশ। ৩৮ শতাংশ নতুন আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ভিন্ন বর্ণের মানুষজন। সবাই আমন্ত্রণ গ্রহণ করলে ভিন্ন বর্ণের ১৬ শতাংশ শিল্পী এই নতুন তালিকায় সংযোজিত হবেন।
খবর ২৪ঘণ্টা/ নই