1. abir.rajshahinews@gmail.com : Abir k24 : Abir k24
  2. bulbulob83@gmail.com : bulbul ob : bulbul ob
  3. shihab.shini@gmail.com : Ea Shihab : Ea Shihab
  4. omorfaruk.rc@gmail.com : khobor : khobor 24
  5. k24ghonta@gmail.com : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. omorfaruk.rc@gamail.com : omor faruk : omor faruk
  7. royelkhan700@gmail.com : R khan : R khan
অভিযোগ প্রার্থীদের নির্বাচনী সংস্কৃতি : রাজশাহীতে নির্বাচন কমিশনার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

অভিযোগ প্রার্থীদের নির্বাচনী সংস্কৃতি : রাজশাহীতে নির্বাচন কমিশনার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুলা, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
অভিযোগ প্রার্থীদের নির্বাচনী সংস্কৃতি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী। মঙ্গলবার দুপরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় নির্বাচন কমিশনার (ইসি) শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি দুই দলের অভিযোগের বিষয়ে বলেন, অভিযোগ আমলে নেওয়া হচ্ছে, সু-নিদিষ্ট অভিযোগ হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনের বিষয়ে কোন অশঙ্কার আভাস পায়নি। রাজশাহীর সাগরপাড়া এলাকায় ঘটে যাওয়া বিষয় নিয়ে আইনশৃঙ্খলাবাহিনী ও গোয়েন্দারা কাজ করছে।

সাজানো মামলায় গ্রেফতার করা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাজানো মামলার কোন ঘটনা যেনো না ঘটে। যে অভিযোগগুলো দেওয়া হচ্ছে সেগুলোর সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে। পোলিং এজেন্ট প্রত্যেক প্রার্থীকে দিতে হবে। আমারা পুলিশের কাছে দেবো তারা তদন্ত করবে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না।

সাগরপাড়ার ঘটনা নিয়ে ইসি বলেন, রাজশাহীর অবস্থা স্বাভাবিক রয়েছে। নির্বাচনী প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা আছে। নিজ প্রার্থীদের নেতাকর্মীদের নিজ নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে অপ্রিতীকর ঘটনাগুলো ঘটবে না। ৩০ জুলাই রাজশাহীসহ তিন সিটির নির্বাচন হবে। রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনের জন্য বিভাগীয় সমনয় সভা করা হচ্ছে। একজন ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিজ বাসভবনে যেতে পারেন। সব প্রার্থী সমভাবে নির্বাচনের প্রচারণার সুযোগ পায় সে ব্যাপারে আলোচনা করেছি।

তিনি আরো বলেন, ৩০ টি মোবাইল কোর্ট থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে। বিজিবিসহ প্রতিটি ওয়ার্ডে স্ট্রাইকিং ফোর্স এর সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবে। ১০জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। প্রতিটি ওয়ার্ডে একটি করে র‌্যাব ও পুলিশের মোবাইল স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতিটি কেন্দ্রে ২২ থেকে ২৪ জন পুলিশ ও আনসার থাকবে। রিটার্নিং অফিসারকে সহযোগিতার করার জন্য ১০ জন সহকারী রিটার্নিং অফিসার থাকবে। এছাড়া নিজস্ব পর্যবেক্ষক থাকবে ইসির পক্ষ থেকে একজন করে প্রতিটি ওয়ার্ডে।

আইনশৃঙ্খলা রক্ষার আগে সকল বৈধ্য অস্ত্র বহন বা প্রদর্শন করতে পারবে না। এছাড়া স্বাভাবিক নিয়ে ৪৮ ঘণ্টা আগে সকল বাস, ট্রাক, মোটরসাইকেল, ইজিবাইকসহ ভাড়ি যানবাহন বন্ধ থাকবে। নির্বাচনে কোন ধরের ঝুঁকি পূর্ণ ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। নির্বাচনের সঙ্গে সকল প্রার্থীর কর্মী-সমর্থক ও এজেন্টরা নির্বিঘেœ তাদের দায়িত্ব পালন করতে পারে।

সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনারের সচিব হেলাল উদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন, আরএমপি কমিশনার হাফিজ আক্তারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST