নিজস্ব প্রতিবেদক : অবসরে যাওয়া পুলিশ সদস্যকে সুসজ্জিত গাড়ীতে বিদায় দিয়েছে রাজশাহী জেলা পুলিশ। রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এর উদ্যোগে চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল (অবসর উত্তর ছুটিতে) যাওয়া পুলিশ সদস্যকে সুসজ্জিত গাড়ীতে বিদায় দেয়া হয়েছে। বিদায়বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দেওয়ার এক অনন্য সিদ্ধান্ত ও উদ্যোগ নিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার। এর প্রেক্ষিতে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ লাইন্সে দীর্ঘ ৩৯ বছর কর্মজীবন শেষ করে
রাজশাহী জেলা পুলিশ থেকে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া কনস্টেবল জেলাল উদ্দীন তালুকদারকে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় দেওয়া হয়। তিনি বাগমারা থানায় কর্মরত ছিলেন। বিদায়ী জেলাল উদ্দিন তালুকদার তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিদায়বেলায় পুলিশ সুপারের উদ্যোগে এমন আনুষ্ঠানিক বিদায়ে আমি অত্যন্ত গর্বিত । এমন সম্মানজনক বিদায় পেয়ে তিনি অশ্রæসিক্ত হয়ে যান এবং পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।