1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অবশেষে রাজশাহী বাস মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০:০৮ অপরাহ্ন

অবশেষে রাজশাহী বাস মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সড়ক পরিবহন মালিক (বাস মালিক সমিতি) গ্রুপের দখল নিয়ে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, উত্তেজনার পর প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৭ অক্টোবর প্রশাসক নিয়োগের চিঠিটি স্বাক্ষর করা হলেও রবিবার তা পেয়েছেন বিভাগীয় কমিশনার দেওয়ান মো. হুমায়ুন কবির। প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীলকে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ২০২৩-২০২৫ মেয়াদী কমিটির সদস্যদের পদত্যাগ ও বিশৃংঙ্খল পরিস্থিতির পরিবহন ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না মর্মে সাধারণ বাস মালিকরা অভিযোগ করেছেন। এরই ফলশ্রুতিতে বাস মালিক সমিতির সভাপতিকে কারণ দশানোর নোটিশ দেয়া হয়। নোটিশের জবাব যেটা দেয়া হয় তা সন্তোষজনক না। সেই প্রেক্ষিতে রাজশাহী জেলা প্রশাসকের কাছে পত্র পাঠানো হয় পুরো ঘটনা তদন্ত করে সুপারিশ পাঠাতে। তদন্তে প্রশাসক নিয়োগের পক্ষ সুপারিশ করে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক। এর ফলে প্রশাসক নিয়োগ করা হয়েছে। প্রশাসক আগামী ৪ মাসের মধ্যে নির্বাচন পরিচালনা করে কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাস মালিকদের সংগঠন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতারা পদত্যাগ করে রাকেশ ও তার লোকজন দায়িত্ব দেন। ৮ আগস্ট পাল্টা দখলে নিতে গেলে ব্যাপক সংঘর্ষ হয় রাকেশ ও হেলাল গ্রুপের মধ্যে। পরে সংগঠনটির দখল নেন হেলাল ও তার লোকজন। ১৬ অক্টোবর সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করতে যান রাকেশ গ্রুপের লোকজন। মানববন্ধনে দাঁড়ালে হেলাল গ্রুপের লোকজন বাঁধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। এতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারামারির ঘটনা ঘটে। দুইপক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST