অবশেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (ওসি) এমটি সাইফুল ইসলামকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
আদেশে (ওসি) এমটি সাইফুলকে নতুন কর্মস্থল এপিবিএনে যোগদান করতে বলা হয়েছে। এর ব্যতিক্রম হলে ওই দিন থেকে তিনি স্ট্যান্ড রিলিজড হবেন বলেও তার বদলির আদেশে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত আইজি (এআইজি) মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি গত (১২ সেপ্টেম্বর) ইস্যু করা হয়।
আরএমপির (ওসি) এমটি সাইফুল ইসলামের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারে মোটরযান শাখায় লাখ লাখ টাকার নানান অনিয়ম ও দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক বনে যাওয়ার অভিযোগে “খবর২৪ঘন্টায়” ধারাবাহিক খবর প্রকাশ করে।
অবশেষে পুলিশ হেডকোয়াটার্স রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (ওসি এমটি) সাইফুল ইসলামের বদলির আদেশ দেন।
বিএ/