1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অনুমতি না পেলেও রাজশাহী বিভাগীয় সমাবেশ করার ঘোষণা বিএনপির - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

অনুমতি না পেলেও রাজশাহী বিভাগীয় সমাবেশ করার ঘোষণা বিএনপির

  • প্রকাশের সময় : সোমবার, ১ মারচ, ২০২১

অনুমতি না পেলেও আগামীকাল ২ মার্চ মঙ্গলবার দুপুর ২টায় রাজশাহী বিভাগীয় সম্মেলন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন এবং ২ মার্চ মঙ্গলবার দেশব্যাপি নিদর্লীয় নিরপেক্ষ নির্বাচন ও ভোট চুরি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারনপার্সন বেগম খালেদা জিয়ার

অন্যতম উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথা বলেন। তিনি আরো বলেন, এখনো পুলিশ সমাবেশের জন্য জায়গার অনুমতি দেয়নি। পুলিশ অনুমতি না দিলেও রাজশাহীতে বিভাগীয় সম্মেলন করা হবে। তিনি আরো বলেন, আজ সোমবার থেকে রাজশাহী অভিমুখে সকল যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সরকার। ২০১৮ সালের নির্বাচনের পূর্বেও রাজশাহীর বিভাগীয় সমাবেশ করার আগে এই রকম অবস্থা হলেও মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছিলো। এবারও এর ব্যতিক্রম হবেনা বলে জানান তিনি। তিনি আরো বলেন, সরকার বিএনপিকে ভয় পায় বলে সমাবেশ করার পূর্বে সকল রাস্তা বন্ধ করে দেয়। যানবাহন বন্ধ করে দিলেও জনগণ রাজশাহীর এই সমাবেশে আসবেন বলে আশাব্যক্ত করেন তিনি । সেইসাথে আজকে দিনের মধ্যে সমাবেশের অনুমতি দেয়ার জন্য পুলিশের প্রতি আহবান জানান মিনু।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন বলেন, গত সামবেশে নিজের যানবাহন নিয়ে রাজশাহীতে আসতে দেয়নি সরকার। আর সরকারের এই এজেন্ডা বাস্তবায়ন করেছে পুলিশ। তারা উভয়ে পুলিশকে সংযোত আচরণ করার অনুরোধ করেন। সইেসাথে বিএনপি’র চাহিদা মোতাবেক নির্দিষ্ট স্থানে সমাবেশ করার অনুমতি দেয়ার অনুরোধ করেন তারা। তারা বলেন, নগরীর ৩টি পয়েন্টে সমাবেশের জন্য জায়গা পছন্দ করে আবেদন করা হয়েছে। কিন্তি এখনো অনুমতি পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নাদিম মোস্তফা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য দেবাশীষ রায় মধু ও গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা দলেল সভাপতি নজরুল ইসলাম খোকা, জেলা শ্রমকি দলের সভাপতি রোকনুজ্জামান আলম, যুবদলের সাবেক সভাপতি ওয়ালিউল হক রানা ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল প্রমুখ। সংবাদ সম্মেলনের কক্ষের বাইরে পুলিশ সদস্য মোতায়েন ছিল। এদিকে, বিএনপির সমাবেশের একদিন আগেই রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে বলা হচ্ছে, হামলার আশঙ্কায় তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST