খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: করোনার ক্ষতি পুরোপুরি পুষিয়ে ওঠা কিছুতেই সম্ভব নয়, তবু চেষ্টার ত্রুটি রাখছে না অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ আয়োজন করতে ‘অদ্ভুত’ এক বুদ্ধি বের করেছে তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টসন জানালেন, চলতি বছরের শেষদিকে যেভাবেই হোক তারা ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটি মাঠে গড়াতে চান।
আসন্ন সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চারটি টেস্ট আর তিনটি ওয়ানডে খেলার কথা। তবে অস্ট্রেলিয়া চাইছে নভেম্বরে শুরু এই সিরিজে টেস্ট একটি বাড়িয়ে দিতে এবং এই পাঁচ টেস্টই হবে এক ভেন্যুতে!
ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে অ্যাডিলেইড ওভালকে। খেলোয়াড়রা থাকবেন মাঠেরই নতুন একটি হোটেলে, যাওয়া আসার ঝামেলা নেই।
এমনিতে অস্ট্রেলিয়া-ভারত চার টেস্টের সিরিজ খেলে। তবে পাঁচ টেস্টের সিরিজ অসিরা খেলে কেবল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে, যেটিকে বলে অ্যাশেজ। এবার সেই অ্যাশেজের আমেজে ভারত সিরিজ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া।
কেভিন রবার্টসন বলেন, ‘ভারত সিরিজ আয়োজনে আমরা কোনো ভাবনাকেই বাদ দিচ্ছি না। ভারতীয় বোর্ড এবং তাদের খেলোয়াড়দের সহযোগিতায় আমরা সিরিজটি মাঠে গড়াতে চাই। যাতে করে বিশ্ব ক্রিকেট অনুপ্রাণিত হয়। সিরিজে মাঠে দর্শক থাকুক আর না থাকুক।’
আসন্ন অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে। যদিও এখন পর্যন্ত এই টুর্নামেন্টটি নিয়ে শঙ্কা প্রকাশ করেনি আইসিসি। তাই সেটি নিয়ে চিন্তিত নয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া চাইছে যে করেই হোক ভারত সিরিজ যাতে বাতিল না হয়। কেননা এই সিরিজ বাতিল হলে টিভি স্বত্ব থেকেই ৩০০ মিলিয়ন ডলার ক্ষতি হবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। ইতিমধ্যেই করোনার প্রভাবে ৮০ ভাগ কর্মীকে মাত্র ২০ শতাংশ বেতনে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে তারা।
খবর২৪ঘন্টা/নই