খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
আগুনে নিহত আরাফাতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে শুক্রবার সকালে চকবাজার থানায় মামলাটি দায়ের করেন।
এতে অবহেলাজনিত দুর্ঘটনার অভিযোগ এনে দু’জনের নাম উল্লেখ্যসহ ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার ইব্রাহিম হোসেন খান।
বুধবার রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিভিন্ন সরকারি সংস্থা। তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন