খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: মুক্তির পরেই ব্যাপক ভাবে সাড়া ফেলেছে ‘অক্টোবর’। অভিনেতা বরুণ ধবন ও অভিনেত্রী বনিতা সান্ধুর উচ্ছসিত প্রশংসা করেছেন অনেকে। ইতিমধ্যে পরিচালক সুজিত সরকার জানিয়েছেন, অভিনেতা বরুণ ধবন এই ছবিতে নিজের সেরা অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন। এই সিনেমায় অভিনয়ের জন্য বরুণ ধবন নিজেকে বিশেষ ভাবে তৈরি করে তুলেছিলেন। সেকথা আগেই জানিয়েছিলেন সুজিত সরকার। সিনেমার প্রত্যেকটি দৃশ্যে যেন তারই আভাস মিলেছে।
সফল ভাবে মুক্তি পাওয়ার পরে দুবাইয়ের ওয়ার্ল্ড প্রিমিয়ারের গেলেন ‘অক্টোবর’-এর কলাকুশলীরা। সেখানে ছবির কাস্ট ও ক্রিউ দেখানো হয়েছে।
প্রসঙ্গত, ১৩ এপ্রিল মুক্তি পেয়েছে পরিচালক সুজিত সরকারের ছবি ‘অক্টোবর’। ছবির প্রযোজনায় রয়েছেন রুনি লাহিড়ি এবং শিল কুমার। সান ফিল্ম প্রোডাকশনের ব্যানারে ছবিটি মুক্তি পেয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ