নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন, চারঘাট উপজেলার রাওতা গ্রামের মৃত মোন্তাজ আলীর ছেলে সায়দার আলী (৪৮), বড়বাড়ি বেলতলা এলাকার নুর মোহাম্মাদের ছেলে আসাদুল (৩০) ও একই এলাকার মৃত আবু বক্করের ছেলে তুফান আলী (৪৫)। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ
সুপার সদর ইফতে খায়ের আলম জানান, রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চারঘাট থানাধীন বড়বড়ি বেলতলা এলাকা থেকে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।