নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ হাজার ১০০ টাকা জরিামানা করা হয়েছে। ২২টি মামলায় ২২ জনকে এ ৯ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা ৪টি মামলায় ৪ জনকে ২৩০০ টাকা জরিমানা করেন। অবহেলাজনিত কাজের মাধ্যমে জীবন বিপন্নকারী
রোগের সংক্রমণের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক ৬টি মামলায় ৮০০ টাকা জরিমানা করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন ৩০০০ হাজার টাকা জরিমানা করেন। বাগমারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ৪টি মামলায় ৩০০ টাকা জরিমানা করেন। গোদাগাড়ীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ৩টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করেন। মোহনপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানওয়ার হোসেন ২০০ টাকা জরিমানা করেন। এ সময় ২০০টি মাস্ক বিতরণ করা হয়।
এমকে