নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ৪০ বোতল ফেন্সিডিলসহ মারিফুল ইসলাম ওরফে মারুফ (১৫) নামের এক কিশোরকে আটক করেছে র্যাব-৫। আটক কিশোর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। রোববার রাতে তাকে চারঘাট উপজেলার মেরামতপুর গ্রাম থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার রাতে উপজেলার মেরামতপুর এলাকায় অভিযান চালিয়ে মারিফুল ইসলাম @ মারুফ (১৫) কে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।