1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আইপিএল-২০১৮ তে আট দলের চূড়ান্ত স্কোয়াড - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

আইপিএল-২০১৮ তে আট দলের চূড়ান্ত স্কোয়াড

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: টানা দুই দিনে শেষ হল আইপিএলের নিলাম। আইপিএলের আটটি দল দুই দিন সাজিয়ে নিয়েছে নিজ নিজ স্কোয়াড। আট দলে জায়গা পেয়েছেন ১৮৭ জন ক্রিকেটার। তবে ১৮৭ জনের সবাই হাতুড়ির নিচে যাননি। আটটি দল ১৮ জন খেলোয়াড়কে আগেই ধরে রেখেছিল। নিলামের মাধ্যমে দলে টেনেছে ১৬৯ জন ক্রিকেটারকে। বাকি ৪০৯ ক্রিকেটারকে হতাশ হয়ে ফিরতে হয়েছে।

মূল নিলামে বাংলাদেশের ছয়জন তারকার নাম থাকলেও শেষ পর্যন্ত দুইজনকে (সাকিব ও মোস্তাফিজ) নিলামে ডাকা হয়। মোস্তাফিজুর রহমানকে দুই কোটি বিশ লক্ষ রুপিতে দলে ভিডেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সাকিব আল হাসানকে দুই কোটি রুপিতে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় বেন স্টোকস (১২ কোটি ৫০ লাখ) নাম লিখিয়েছেন রাজস্থান রয়্যালসে।

এক নজরে আট দলের পূর্ণাঙ্গ স্কোয়াড তুলে ধরে হল:

সানরাইজার্স হায়দরাবাদ :

ডেভিড ওয়ার্নার, ভুবনেশ্বর কুমার, মনিশ পান্ডে, রশিদ খান, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কৌল, দিপক হুদা, সৈয়দ খলিল আহমেদ, সন্দীপ শর্মা, কেন উইলিয়ামসন, কার্লোস ব্রাফেট, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, শ্রীভাতস গোস্বামী, মোহাম্মদ নবী, ক্রিস জর্ডান, বাসিল থাম্পি, বিলি স্টেনলেক, থাঙ্গারাসু নটরজন, শচীন বেবি, বিপুল শর্মা, সৈয়দ মেহদি হাসান, রিকি ভুই, তন্ময় আগারওয়াল।

মুম্বাই ইন্ডিয়ান্স :

রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরা, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষান, কিয়েরন পোলার্ড, প্যাট কামিন্স, এভিন লুইস, সূর্যকুমার যাদব, বেন কাটিং, মোস্তাফিজুর রহমান, রাহুল চাহার, প্রদিপ সাংওয়ান, জেসন বেহরেনডোর্ফ, জেপি ডুমিনি, সৌরভ তিওয়ারি, তাজিন্দর ধিলন, আকিলা ধনঞ্জয়া, নিধিশ ডিনেসন, আদিত্য তারে, সিদ্ধেশ দিনেশ, মায়াংক মারকান্দে, শরদ লুম্বা, অনুকুল রয়, মহসিন খান।

চেন্নাই সুপার কিংস :

মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, ফ্যাফ ডু প্লেসি, হরভজন সিংহ, ডুয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, কেদার যাদব, অম্বতি রাইডু, ইমরান তাহির, শার্দুল ঠাকুর, জগদেশন নারায়ন, মিচেল সান্টনার, দ্বিপক চাহার, আসিফ কে এম, লুঙ্গি এনগিদি, ধ্রুব সোরে, কনিষ্ক শেঠ, মুরালি বিজয়, মার্ক উড, ক্ষিতিজ শর্মা, মনু সিং, চৈতন্য বিষনৈ।

কলকাতা নাইটরাইডার্স :

সুনিল নারিন, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, মাইকেল স্টার্ক, দিনেশ কার্তিক, রবিন উথাপ্পা, কুলদিপ যাদব, পিযুশ চাওলা, নিতিশ রানা, কমলেশ নাগরকতি, শিভম মাভি, মিশেল জনসন, শুবম্যান গিল, রঙ্গনা বিনয় কুমার, রিংকু সিং, কেমেরুন ডেলপোর্ট, জ্যাভন সিয়ার্লস, অ্যাপোরভ ওয়াংখেড়ে, ইশাঙ্ক জাগ্গি।

রাজস্থান রয়্যালস :

স্টিভ স্মিথ, বেন স্টোকস, জয়দেব উনাদকাট, সঞ্জু স্যামসন, জাফরা আর্চার, কে গৌতম, জস বাটলার, আজিঙ্কা রাহানে, ডি’আর্কি শর্ট, রাহুল ত্রিপাঠি, ধাওয়াল কুলকার্নি, জহির খান, বেন লাফলিন, স্টুয়ার্ট বিনি, দুশমন্ত চামিরা, অনুরেত সিং, বিক্রম বিরলা, মিধুন এস, শ্রেয়াশ গোপাল, প্রশান্ত চোপড়া, যতিন সাক্সেনা, অঙ্কিত শর্মা, মাহিপাল লমরোর।

কিংস ইলেভেন পাঞ্জাব :

অক্ষর প্যাটেল, লোকেল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, আন্দ্রে তাই, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টয়নিস, করুন নায়ার, মুজিব জাদরান, অঙ্কিত সিং, ডেভিড মিলাল, মোহিত শর্মা, বারিন্দের স্রান, যুবরাজ সিং, ক্রিসে গেইল, বেন ডরশুইস, আকাশদ্বিপ নাথ, মনোজ তিওয়ারি, মায়াঙ্ক আগারওয়াল, মনজুর দার, প্রদিপ সাহু, মায়াঙ্ক ডগর।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু :

বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সরফরাজ খান, ক্রিকে উকস, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব, ব্রেন্ডন ম্যাককালাম, ওয়াশিংটন সুন্দর, নভদ্বিপ সাইনি, কুইন্টন ডি কক, মোহাম্মদ সিরাজ, নাথান কাল্টার নিল, কলিন ডি গ্রান্ডহোম, মুরুগান অশ্বিন, পার্থিব প্যাটেল, মাইন আলি, মানদ্বিপ সিং, মনন বোহরা, পাওয়ান নেগি, টিম সাউদি, কুলওয়ান্ট খেরজোলিয়া, অনিকেত চৌধুরী, পাভন দেশপান্ডে, অনিরুদ্ধ অশোক জোসি।

দিল্লি ডেয়ারডেভিলস :

পৃথ্বি শাও, কলিন মুনরো, গৌতম গম্ভির, অভিষেক শর্মা, ট্রেন্ট বোল্ট, জেসন রয়, কাগিজো রাবাদা, নামান ওঝা, গ্লেন ম্যাক্সওয়েল, জয়ন্ত যাদব, হার্সেল প্যাটেল, অমিত মিশ্রা, মনজোত কালরা, বিজয় শঙ্কর, গুরকিরাত সিং, মোহাম্মদ শামি, রাহুল তেওয়াটিয়া, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, আভেশ খান, সায়ান ঘোষ, সন্দীপ লামিচান, ক্রিস মরিস, শ্রেয়াস আইয়ার, রিশভ পন্ট, শাহবাজ নাদিম।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team