নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ৬টি উপজেলার সংরক্ষিত ৯টি মহিলা আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (২৯ জানুয়ারি) স্ব স্ব উপজেলা পরিষদ চত্বরে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু করার কথা থাকলেও অধিকাংশ কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কর্মকর্তারা। তাছাড়া ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতও কম।
জেলা নির্বাচন কর্মকর্তা সাহিনুর রহমান জানান, নওগাঁ সদর, মান্দা, সাপাহার, আত্রাই, পত্নীতলা, বদলগাছী এসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৬ উপজেলার ৯টি আসনের প্রার্থী সংখ্যা ২০ জন এবং ভোটার সংখ্যা ২৭৩।
তিনি আরও জানান, জেলায় ১১টি উপজেলার ৩৫টি খালি আসনের মধ্যে ২৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছে। ২টি আসনে কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।
এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী নিযুক্ত রয়েছে। ভোটগ্রহণ চলবে বেলা ১২টা পর্যন্ত।
খবর২৪ঘণ্টা.কম/রখ