লালপুর প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে আয়োজিত মোট ১৫টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে দিয়ে তৃতীয়বারের মত নাটোরের লালপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি পেয়েছে ঐতিহ্যবাহী গোপালপুর ডিগ্রী কলেজ। সেই সাথে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছে একই কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন।
এ ছাড়া শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিল, শ্রেষ্ঠ শিক্ষার্থী এইচএসসি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়াহ জান্নাত ( তুষার কনা), শ্রেষ্ঠ রোভার শিক্ষক পরিসংখ্যান বিভাগের প্রভাষক জাকিরুল ইসলাম, শ্রেষ্ঠ রোভার,দেশাত্ববোধক গান ও নজরুল সঙ্গীতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এসকে সঞ্জয়, উচ্চাঙ্গসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীতে শ্রেষ্ঠ হয়েছে এইচএসসি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এলিনা আক্তার এ্যানী। গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন জানান, গত কয়েক বছর ধরে তারা এ শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে এবং আগামীতেও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে কাজ করে যাচ্ছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ